লিহান লিমা: ভারত সিন্ধু চুক্তি লঙ্ঘন বা বাতিলের বিষয়ে বৈঠক করার পর পাকিস্তান বলেছে, আন্তর্জাতিক এ চুক্তি লঙ্ঘন করলে আন্তর্জাতিক আদালতে যাবে দেশটি।
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী সিন্ধু পানিবণ্টন চুক্তির ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারে না ভারত। এ চুক্তি লঙ্ঘন করা হলে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাবে।’ তিনি বলেন, ‘একতরফাভাবে চুক্তি প্রত্যাহার করে ভারত পাকিস্তানকে অর্থনৈতিক হুমকিতে ফেলতে পারে কিন্তু এটি হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং ভারত শান্তিচুক্তি বাতিল করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাকিস্তান একটি ভালো কারণ দেখাতে পারবে।’ তিনি আরও বলেন, ‘কারগিল ও সিয়াচিন সংঘর্ষের সময়ও চুক্তির উপর কোনো প্রভাব পড়েনি।’
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাক-প্রেসিডেন্ট আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুসারে সিন্ধু নদের ৬টি শাখা নদীর মধ্যে ৩টির পানি পাবে ভারত ও ৩টির পানি পাবে পাকিস্তান। কিন্তু সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে ছয়টি নদীর বেশিরভাগ পানিই ব্যবহার করবে ভারত। মোদি আরও বলেন, ‘রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’
উল্লেখ্য, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে হুমকি-পাল্টা হুমকির মাধ্যমে উত্তেজনা চরমে পৌঁছেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া,ওয়ান ইন্ডিয়া
সম্পাদনা: আবু সাইদ