• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

গত দেড় মাসে যুক্তরাষ্ট্রে ৪ বাংলাদেশি খুন

প্রকাশের সময় : September 28, 2016, 12:00 am

আপডেট সময় : September 27, 2016 at 11:39 pm

 

গাজী মিরান: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের নর্থ হলিউডে দুর্বৃত্তের গুলিতে সোমবার রাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, আবুল কালাম রহিম নামে ওই ব্যক্তি একটি অ্যালকোহল পানীয়ের দোকানে ম্যানেজারের কাজ করতেন। গত দেড় মাসে এ নিয়ে যুক্তরাষ্ট্রে চারজন বাংলাদেশি নিহত হলেন। এর আগে তিনজন নিহত হয়েছিলেন নিউইয়র্কের কুইন্সে। সূত্র: বিবিসি বাংলা

নিউইয়র্ক থেকে সাংবাদিক লাবলু আনসার বলেন, যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে চারজন বাংলাদেশি খুন হওয়ায় সেখানকার বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। ভীতির মধ্যে এখন প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন।

এর আগে নিউইয়র্কের একটি মসজিদের ইমাম ও একজন নারীসহ তিনজনকে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। ওই হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধের কোনো কারণ পাওয়া যায়নি। একদিন আগেই নিউইয়র্কে মুসলমানদের যে প্যারেড হয়েছে, সেখানেও এ কয়েকজনের হত্যাকা-ে উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যও তারা অনুরোধ জানিয়েছেন।

লাবলু আনসার জানাচ্ছেন, রোববার ভোর রাতে (বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যায়) দোকানটি বন্ধ করার সময় একজন পুরুষ আর আরেকজন নারী দোকানটিতে প্রবেশ করেন। সিসিটিভি দেখে পুলিশ জানিয়েছে এদের মধ্যে মেয়েটি তাকে খুব কাছে থেকে গুলি করে চলে যায়। দোকানের ভিডিও ফুটেজ দেখে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে পুলিশ, যদিও দোকানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।

সিসিটিভি দেখে ওই দুজনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এছাড়া, ১৬ বছর ধরে লস অ্যাঞ্জেলসে বসবাস করে আসছিলেন আবুল কালাম রহিম। লস অ্যাঞ্জেলসের বাংলাদেশি কম্যুনিটির সদস্যরা সেখানকার পুলিশকে অনুরোধ জানিয়েছেন যাতে, বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় টহল আরও বাড়ানো হয়। সম্পাদনা : পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)