শাহানুজ্জামান টিটু ও কিরণ সেখ : দেশ হারালো জাতীয় স্বার্থরক্ষার এক দেশপ্রেমিক অধিনায়ককে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে শোক জানিয়ে তিনি একথা বলেন।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে খালেদা জিয়া বলেন, জাতীয় জীবনে বর্তমান ক্রান্তির সময়ে তাকে যখন খুব দরকার, সে সময় তিনি চিরতরে চলে গেলেন। এই অকাল মৃত্যুতে আমরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কেবল ক্ষতিগ্রস্ত হয়নি, দেশ হারালো জাতীয় স্বার্থরক্ষার এক দেশপ্রেমিক অধিনায়ককে, জাতি হারালো তার এক সাহসী সন্তানকে। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, আমি যখন কায়মনোবাক্যে প্রার্থনা করছিলাম তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, তখন তার মৃত্যু সংবাদ এলো। এটা যে কতবড় দুঃসংবাদ তা ভাষায় প্রকাশ করার নয়। এ বেদনা ও শোকের পরিমাপ নেই।
নেতাকর্মীদের উদ্দেশ্য এ বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা যদি এই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণœ রেখে, নাগরিকদের অধিকার সমুন্নত রেখে, তাদের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বিধিব্যবস্থা ফিরিয়ে আনতে পারি তাহলেই হান্নান শাহ’র আত্মা শান্তি পাবে এবং তার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে।
বেগম জিয়া বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই শোক সইবার সামর্থ্য দিন।
এদিকে, হান্নান শাহর মৃত্যুতে দলের সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের শরীক দলগুলো তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক বার্তায় সংগঠনগুলো এ শোক ও সমবেদনা জানায়।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ডিএল এর সাইফুদ্দিন আহমেদ মনি আলাদা-আলাদা শোক বার্তায় হান্নান শাহের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।
এছাড়া বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, উলামা দল, ছাত্রদল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, জিয়া নাগরিক ফোরাম (জিনাফ), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয়তাবাদী কর্মজীবী দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হান্নান শাহের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সম্পাদনা : আজাদ হোসেন সুমন