মামুন খান: বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতির মামলায় রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের দুই উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আসামিদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার আসামিরা হলেন, আজমল হক ও আবু সালেহ মোস্তফা কামাল।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংকের লোকাল অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ওই আদেশ দেন। সম্পাদনা: সুমন ইসলাম