রফিক আহমেদ: অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই উৎসবের মূল চেতনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দুর্গাপূজা উপলক্ষে গতকাল বিকালে দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। সব ধর্মেরই মর্মবাণী তাই। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধর্মীয় চেতনা সর্বদাই প্রতিধ্বনিত হয়।
তিনি বলেন, আমাদের দেশের জনগণ অত্যন্ত ধর্মপ্রাণ। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে উঠে।
এরশাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আছে। তাই যে কোনো ধর্মীয় উৎসবে অন্য ধর্মের মানুষও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকে।
দুর্গাপূজার আনন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হিন্দু জনগণের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করেন এরশাদ। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সম্পাদনা: মাহমুদুল আলম