এল আর বাদল: ইংল্যান্ডকে নিয়ে যত ভয় টাইগার দলপতির, ঠিক বাংলাদেশকে নিয়েও ভীষণ দুশ্চিন্তায় ইংলিশ নেতা। তবে সবকিছু ছাপিয়ে আজই সিরিজে এগিয়ে যেতে চায় লাল-সবুজের দলনেতা। দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। গত দেড় বছরে বাংলাদেশ নিজেদের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে। সেই সুখ স্মৃতি নিয়েই মূলত ইংলিশদের বিরুদ্ধে লড়াই করবে মাশরাফি-সাকিবরা। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে (২০১৫ বিশ্বকাপ) ম্যাচেও জয় রয়েছে মাশরাফি বাহিনীর। দুই দলের অধিনায়ক মাশরাফি ও জস বাটলার যতই ভয়ে থাকুক, স্বপ্ন দেখেন সিরিজ জয়ের। তারা সাংবাদিকদের কাছে সিরিজ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। 
কেমন খেলবে বাংলাদেশ? গতকাল সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরটা সহজে দিতে পারেননি টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা। তিনি বলেন, প্রতিপক্ষ কিন্তু ইংল্যান্ড। সুতরাং নিজেদের কোনোভাবেই ফেভারিট ভাবা যাচ্ছে না। তবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে আমরা প্রস্তুত।
মাশরাফি বলেন, ইংল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বের একটি শক্তিধর দলকে হারাতে হলে আমাদের সব ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে। ব্যাটিংয়ে অনেক রান তুললাম, কিন্তু বোলিংয়ে বাজে পারফরমেন্স। আবার বোলিং ভালো হলেও ব্যাটিং আর ফিল্ডিং যাচ্ছে তাই হলে ম্যাচ জেতা যাবে না। সব বিভাগে ভালো করলেই জেতার সম্ভাবনা থাকবে।
তিনি বলেন, ইংল্যান্ড অনেক ভালো দল। তাদের হারাতে হবে প্রতিটি বিভাগে, সেরাটা খেলতে হবে আমাদের। আমরা যদি প্রতিটি ডিপার্টমেন্টে নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ইংল্যান্ডকে হারানো সম্ভব। অধিনায়ক বলেন, আফগানিস্তান ম্যাচ থেকে আমাদের প্রেরণা নিতে হবে। সেই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। এই ম্যাচেও ব্যাটিংটা ভালো করতে হবে। মাশরাফি বলেন, বাংলাদেশ সিরিজে অবশ্য পুরো শক্তির ইংল্যান্ড দল আসেনি। দলে নেই অভিজ্ঞ জো রুট, অধিনায়ক ইয়ন মরগান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তাই বলে ইংল্যান্ডকে খাটো করে দেখা যাবে না। ম্যাচ জেতানোর মতো অনেকেই রয়েছে ইংল্যান্ড দলে। ইংলিশ তরুণদের অনেক প্রতিভাবান বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
ওদিকে জস বাটলার, ইংল্যান্ড দলের নতুন অধিনায়ক। ইয়ান মরগানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বাংলাদেশে গুলশানে জঙ্গি হামলার পর দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মরগান। তরুণ ক্রিকেটার বাটলার বাংলাদেশ দলকে ভীষণ সমীহ করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত পারফরমেন্স এবং আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সিরিজ জয়, সবকিছু নিয়ে ভীষণ চিন্তার ভাঁজ জস বাটলারের কপালে।
গতকাল সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলতে পারেননি ইংল্যান্ড সিরিজ জিতবে কী না। শুধু বলেছেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত দল। কেউই বলতে পারবে না, বাংলাদেশের বিরুদ্ধে জিতবো বলে। বাটলার বলেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ কথা নয়। তবে আমরা সিরিজে এগিয়ে যেতে যারপরনাই লড়ে যাব। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু