রফিক আহমেদ: প্র্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গতকাল ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটি রংপুর বিভাগের এক বৈঠকে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়।
আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দফতর উপ-পরিষদ আহ্বায়ক ওবায়দুল কাদের, কমিটির সদস্য আব্দুল মান্নান, এস এম কামাল হোসেন, মাহমুদুল হাসান রিপন ও এ কে এম এনামুল হক শামীম। আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।
মাহবুব উল আলম হানিফ সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার বিষয়ে কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদিজার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
হানিফ বলেন, অপরাধী যেই হোক, ছাত্রলীগ-যুবলীগ কিংবা ছাত্রদল-যুবদল, এটা বিবেচ্য বিষয় নয়। অপরাধীর কোনো পরিচয় থাকতে পারে না। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হবে। সম্পাদনা: নাশরাত আর্শিয়ানা চৌধুরী