ছানাউল্যাহ নূরী, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গ্যাসের যথাযত ব্যবহার ও অবৈধ সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে লাঠিচার্জ করেছে ডিবি পুলিশ। এসময় সাংবাদিকসহ অন্তত আহত হয়েছেন শতাধিক মানুষ।
গতকাল বৃহ¯পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে বিভিন্ন এলাকার কয়েকশ লোক রাজবাড়ি সড়কের পাশে সকাল সাড়ে নয়টা থেকে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর উন্নয়ন কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো. জাহাঙ্গীর আলম। এসময় আরো বক্তব্য রাখেন, ওই কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও জবেদ আলী জবে।
পুলিশের লাঠিচার্জে যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. মহিউদ্দিন রিপন, ক্যামেরা পার্সন ফখরুল ইসলাম ফাহিম, দৈনিক নবচেতনার গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, এনটিভির ক্যামেরাম্যান দেবেশ মল্লিক, দৈনিক খবর বাংলাদেশের প্রতিনিধি মো. আক্তার হোসেনসহ শতাধিক লোক আহত হয়। গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম পিপিএম (বার) জানান, ওই কমিটি নির্ধারিত মানববন্ধন করার কোন অনুমতি নেয়নি এবং সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এ সময় রাজবাড়ি সড়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বিঘিœত হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে ডিবি পুলিশ হামলা করে সাংবাদিকসহ সাধারণ মানুষকে আহত করেছে। অপরদিকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীরা জানায়, লাখ লাখ টাকা দিয়ে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গ্যাসের সংযোগ নেয়। কিন্তু বর্তমানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে। সম্পাদনা : সুমন ইসলাম