আবু সাইদ: ভারতের বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিবাল কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সরকারের রাজনীতিকিকরণের সমালোচনা করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহর কংগ্রেসের সমালোচনার জবাবে কপিল সিবাল বলেন, পাক-ভারত সীমান্তে বিরাজমান উত্তেজনা পরিস্থিতির জন্য বর্তমান ক্ষমতাসীন দলই দায়ী। তিনি বলেন, জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে যদি তৎকালীন বিজেপি সরকার ছেড়ে না দিত তাহলে আজ এ সংগঠনটি প্রতিষ্ঠিত হতো না। কারণ মাসুদ আজহার বিজেপির আমলে ভারতের কারাগার থেকে ছাড়া পেয়েই জইশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
উল্লেখ, বহস্পতিবার কংগ্রেস সহসভাতি রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। মোদি ভারতীয় সেনাদের রক্ত নিয়ে ‘দালালি করছেন’ বলেও মন্তব্য করেন তিনি।
মোদি সরকারের বিরুদ্ধে সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে রাহুল আরও বলেন, সেনাবাহিনী নিজের কাজ করেছে। আপনি আপনার কাজ করুন। ওঁদের নিয়ে দালালি করছেন। এটা খুব অন্যায়।
রাহুলের এমন মন্তব্যের জবাবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, রাহুল গান্ধী যাবতীয় সীমা লঙ্ঘন করেছেন। আমাদের সেনাবাহিনীর রক্ত নিয়ে ব্যাবসা করা যায় কি? ‘দালালি’ মন্তব্যে তিনি আসলে অপমান করেছেন আমাদের সেনাদেরই।
কংগ্রেস আমলে ঘটা একাধিক কেলেঙ্কারির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, টুজি, কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির সঙ্গে দালালির যোগ ছিল না, কিন্তু দেশের মান বাঁচানো সার্জিক্যাল স্ট্রাইকের বেলায় ‘খুন কি দালালি’ হয়ে গেল!
এর জবাব দিতেই শুক্রবার সংবাদ সম্মেলনে জইশ-ই-মোহাম্মদ প্রসঙ্গ তুলে আনলেন কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিবাল। সম্পাদনা : পরাগ মাঝি