আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম ব্যাপকভাব পড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকালে প্রতি পাউন্ড বিক্রি হয়েছে মাত্র ১.২৬২১ ডলারে। আইআরআইবি
ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড যখন নিউইয়র্কে মার্কিন স্টক এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিটকে আশ্বস্ত করতে গেছেন তখন এ খবর বের হলো। ওয়াল স্ট্রিটকে হ্যামন্ড আশ্বস্ত করতে চান যে, ইইউ থেকে বের হয়ে গেলেও সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে লন্ডনের উপর তার বিশেষ কোনো প্রভাব পড়বে না। ১৯৮৫ সালের পর এই প্রথম এত বেশি দুর্বল অবস্থায় পড়ল ব্রিটিশ পাউন্ড। গত সোমবারের পর থেকে এ পর্যন্ত ব্রিটিশ পাউন্ডের শতকরা ২.৩ ভাগ দাম পড়ে গেছে। ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, আাগমী বছরের মার্চ মাসের মধ্যে ইইউ থেকে বের হয়ে যাবে ব্রিটেন। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করছেন, ইইউ থেকে বের হয়ে গেলে অর্থনীতির কেন্দ্র হিসেবে লন্ডনের অবস্থান মারাত্মকভাবে ক্ষুণœ হবে। শুধু তাই নয়, ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেন ভেঙেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তবে এর মধ্যে স্কটল্যান্ড স্বাধীনতা ঘোষণা করতে পারে। সম্পাদনা : ইমরুল শাহেদ