হবিগঞ্জ প্রতিনিধি : ইঞ্জিনে আগুন লেগে হবিগঞ্জে তিন বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদ জানান। এর আগে সকাল ১০টায় হবিগঞ্জের নোয়াপাড়া স্টেশনে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগার পর তিনটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হন। এ দুর্ঘটনায় জয়ন্তিকা, পাহাড়িকাসহ বিভিন্ন লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পারাবতের ওই আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন মাস্টার সাঈদ বলেন, আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত তিনটি বগির উদ্ধার কাজ রাত ৮টায় শেষ হয় । এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়।
জয়ন্তিকা, পাহাড়িকাসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো ইতোমধ্যে গন্তব্যে যাত্রা শুরু করেছে বলে জানান তিনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মাধবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান। সম্পাদনা : তারেক