ইমরুল শাহেদ: হাইতিতে হ্যারিকেন ম্যাথিউয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৮০তে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। এর আগে ২৮৩ জন নিহতের কথা জানিয়েছিল দেশটির সরকার। শুধু দক্ষিণাঞ্চলেই নিহতের সংখ্যা ৫০। এর আগে বৃহস্পতিবার নিহতের সংখ্যা ১০০ বলে জানিয়েছিল হাইতির সরকার।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আছড়ে পড়া এ ঝড়ের কারণে দেশটির প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ভবন ধসে পড়েছে। ৩০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতের বেশিরভাগেরই মৃত্যু হয় ঘরের ছাদ, গাছ কিংবা উড়ে আসা বাড়ির খ-াংশের কারণে। এছাড়া মঙ্গলবার একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষের ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আমেরিকান রেড ক্রসের এক মুখপাত্র বলেন, তাদের প্রথম কাজ হবে সারাদেশে নেটওয়ার্ক ফিরিয়ে নিয়ে আসা। এতে করে সহায়তা পৌঁছে দিতে সহজ হবে।
হ্যারিকেন ‘ম্যাথিউ’কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি সংক্রান্ত একটি নির্দেশনা পত্রে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ডেইলি মেইল জানিয়েছে, গতকাল ভোর সাড়ে ছয়টায় ১২০ থেকে ১৩০ মাইল বেগে ম্যাথিউ আঘাত হেনেছে ফ্লোরিডার নর্থ ব্রেভার্ড কাউন্টিতে। এ হ্যারিকেনকে ফ্লোরিডা প্রশাসন বলছে ‘মন্সটার’। সেখানকার ছয় লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। তাদের আশ্রয়ের কোনো পরিত্যক্ত স্থান নেই। প্রশাসনের পক্ষ থেকে অধিবাসীদের বলা হয়েছে, তারা যেন ঘরের দরজা-জানালা থেকে দূরে থাকেন। নগরবাসীকে সমুদ্র ও এর আশপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতেও বলা হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আটলান্টিক মহাসাগরের কোল ঘেষে প্রায় পাঁচশ’ মাইল এলাকায় চলছে ম্যাথিউর তা-ব। সিএনবিসি জানিয়েছে, এই তা-বে ফ্লোরিডায় ৩৭৮৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ইউএসএ টুডে জানিয়েছে, আর্থিক দিক থেকে রাজ্যটির ক্ষতির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। পক্ষান্তরে রিয়েলস্টেট গবেষণা ফার্ম কোরলজিক জানিয়েছে, ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ কেরোলিনায় ১.৪ মিলিয়ন ধসে পড়া ভবনের পুনর্নির্মাণে ব্যয় হবে প্রায় ২৮৭ বিলিয়ন ডলার। ১১৮ বছরেও রৌদ্রকরোজ্জ্বল ফ্লোরিডা হ্যারিকেনের এমন তা-ব দেখেনি। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে নগরবাসীকে উদ্ধার করতে দেশটির প্রায় সাড়ে ৩ হাজার উদ্ধারকর্মী কাজ করছে। সম্পাদনা : মাহমুদুল আলম