পরাগ মাঝি : জেমস বন্ড সিরিজ ম্যুভিগুলোর পোকা যারা তারা নিশ্চয়ই জানেন যে, বন্ডের প্রিয় হলো ‘মার্টিনি’। এটি হলো বিভিন্ন মদের মিশ্রণ। বন্ড তার অভিযানগুলোতে মোহনীয় নারীর সঙ্গও দারুণ উপভোগ করেন। কিন্তু যদি বলি পান-মশলা! বন্ডের ভক্ত হিসেবে আপনি হয়তো ধাক্কা খাবেন এটা জেনে যে, আপনার নায়ক এখন মজেছেন পান মশলায়। আর এ তামশায় মেতেছেন বন্ড সিরিজের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা পিয়ার্স ব্রসনান। ভারতীয় পান-বাহার নামে একটি পান মশলা কোম্পানির বিজ্ঞাপনে তার সরব উপস্থিতি দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা বিচার বিশ্লেষণ। কেউ কেউ সাবেক বন্ড তারকার পান মশলা প্রীতি নিয়ে টিপ্পনি কাটতেও ছাড়েননি।
গোল্ডেন আই, টুমোরো নেভার ডাইজ, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ- ব্রসনানের অভিনীত বন্ড সিরিজের এই চলচ্চিত্রগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। বলা হয়ে থাকে, জেমস বন্ড যে কাল্পনিক চরিত্রের উপর ভিত্তি করে রচিত তার সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন পিয়ার্স ব্রসনান। কিন্তু যার হাতে এম১৯১১এ১ রিভলবার দারুণ মানিয়ে যায় তার হাতে পান মশলার প্লাস্টিকের কৌটা অনেক বেমানানই লাগছে।
৬৩ বছর বয়সী ব্রসনানের পান মশলা প্রীতি নিয়ে টুইটারে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তাদের অনেকেই নানা মন্তব্য করে বিজ্ঞাপনের ইউটিউবের ভিডিও লিঙ্কটি শেয়ার করেছেন।
ভিডিওতে অবশ্য ব্রেসনানকে পুরনো রূপেই দেখা গেছে। তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করে গুড়িয়ে দিচ্ছেন ভিলেনের নীল নকশা। কেবল তার হাতে অস্ত্রের বদলে ছিলো একটি প্লাস্টিকের তৈরি পান মশলার কৌটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো- প্লাস্টিকের ওই কৌটার বাহারী ব্যবহারে তিনি চুরমার করে দিচ্ছেন সব শত্রুকে। সূত্র: এনডিটিভি, টুইটার। সম্পাদনা : সুমন ইসলাম