আন্তর্জাতিক ডেস্ক : ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ হচ্ছে। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন বাড়ছে। এ অবস্থায় সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে জয়সালমিরে ২ দিনের সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজকাল
বিএসএফের সদর দফতর (উত্তরে) সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। পাশাপাশি বিএসএফের শীর্ষ কর্তা এবং রাজ্যগুলোর আমলারাও ছিলেন বৈঠকে। সেখানেই সীমান্ত বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত হয়। সম্পাদনা : ইমরুল শাহেদ