পরাগ মাঝি : ভারতীয় সুপ্রিম কোর্টে একটি এফিডেভিটে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, তিন তালাক ইসলাম ধর্মের কোনো অপিরিহার্য অনুশীলন নয়। আদালতে এক যুক্তিতর্ক উপস্থাপনে দেশটির সরকারি আইনজীবীরা জানায়, তিন তালাক ও বহু-বিবাহ লিঙ্গ সমতা এবং নারীর অধিকার প্রতিষ্ঠার অন্তরায়।
নারী ও শিশু উন্নয়ন ও আইনবিষয়ক এক সমাবেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার এর আগে বলেছিল- ভারতের নারীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা ঠিক হবে না। ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চে তিন তালাকের আইনগত কোনো ভিত্তি আছে কি-না তা নিয়ে শুনানি হচ্ছে।
এদিকে, সর্বভারতীয় মুসলিম নারী আইন বোর্ডের পক্ষ থেকে দেশটির সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে। এতে তিন তালাককে অবৈধ ঘোষণা করাসহ ই-মেইল, এসএমএস কিংবা ডাকযোগে তালাককে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
একটি নারী সংগঠনের প্রধান শইস্ত অম্বার বলেন, ‘অনেক সময় কোনো পুরুষ রাগের বশবর্তী হয়ে মুখ দিয়ে তালাক উচ্চারণ করে। পরবর্তীতে সে এতে অনুশোচনা ভোগ করে বৌকে নিয়ে একত্রে বসবাস করতে চাইলে মৌলানারা তাতে বাধা দেয় এবং বলে, তালাক হয়ে গেছে। আমরা এর পরিবর্তন চাই।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস