প্রিয়াংকা আচার্য্য: শিবসেনার হুমকিতে হিন্দু দেবতা রামের উপর নির্মিত নাটক রামলীলা থেকে বাদ পড়লেন প্রখ্যাত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
নওয়াজউদ্দিনের নিজ গ্রাম উত্তর প্রদেশের বুধানায় হিন্দু ধর্মীয় উৎসব দশহরাতে মঞ্চায়িত হতে যাচ্ছিল নাটকটি। বুধানায় ১০০ বছরের বেশি সময় ধরে রামলীলা নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে। সূত্র: বিবিসি, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
শিবসেনা নেতা মুকেশ শর্মা জানান, একজন মুসলিম অভিনেতা কিছুতেই রামলীলায় অভিনয় করতে পারবে না। বুধিয়ানায় এখন পর্যন্ত কোনো মুসলিম এ নাটকে অভিনয় করেনি। এ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে কোনো মুসলিমকে মঞ্চে পা রাখতে দেয়া হবে না। রামলীলা কমিটির সভাপতি দামোদর শর্মা বলেন, শিবসেনারা মুসলিম অভিনেতাকে এ নাটক থেকে বাদ দিতে বলেছে। এরপর পুলিশ এসে আমাদের জানায় নওয়াজউদ্দিনকে এ নাটকে অভিনয় করতে না দিতে। এতে শো এর সময় ঝামেলা হতে পারে। আর সেই ঝামেলার দায় আমাদের নিতে হবে।
যদিও রামলীলার নির্দেশক রাজেশ শর্মা জানিয়েছেন, অনেক বছর যাবৎ মুসলিমরা অভিনয় না করলেও এ নাটকের সঙ্গে কাজ করছেন। এমনকি এ নাটক মঞ্চস্থ করতে অনেক মুসলিম পরিবার থেকে আমাদের আর্থিকভাবে সহায়তাও করা হয়েছে।
তবে নওয়াজউদ্দিন এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন, আমার শৈশবের স্বপ্ন এ নাটকে অভিনয় করা। এ বছর তা পূরণ হলো না, তবে আগামী বছর এ নাটকে অভিনয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৯৯৯ সাল থেকে নওয়াজউদ্দিন এ পর্যন্ত ভারতের ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রামলীলায় মারিচ নামে এক দৈত্যের ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য রামায়ণ। ভগবান রামের জীবনের উপর বাল্মিকীর লেখা এ মহাকাব্য যুগ যুগ ধরে পালাগান-নাটকে মঞ্চস্থ হয়ে আসছে। সম্পাদনা : সুমন ইসলাম