ইমরুল শাহেদ : “জম্মু-কাশ্মীরে জওয়ানরা রক্ত ঝরিয়েছেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করেছেন। তাদের রক্তের আড়ালে আপনি লুকিয়ে পড়েছেন। তাদের রক্ত নিয়ে ‘দালালি’ করছেন! এটা অত্যন্ত অন্যায়।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
তবে এর বিরুদ্ধে মোদির দল বিজেপির শীর্ষ নেতারা ছাড়াও প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাহুলের এ ধরনের মন্তব্যের পরই রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি’র জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা এর প্রতিবাদ করে বলেছেন, ‘খুবই লজ্জাজনক। এ ধরনের মন্তব্য তার (রাহুল) মানসিকভাবে দেউলিয়া হওয়ারই প্রমাণ করে। উনি হতাশায় ভুগছেন। দালালি বিষয়টি কংগ্রেসের মধ্যে রয়েছে, বিজেপির নয়।’
বিজেপি প্রধান অমিত শাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট সব সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং তিনি সেনাবাহিনীকে অপমান করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অমিত শাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীর প্রতি প্রশ্ন রেখেছেন, কেউ কি সেনাবাহিনীর রক্ত নিয়ে ব্যবসা করে। তিনি রাহুল গান্ধীর কাছে জানতে চান, সেনা বাহিনী ও দেশরক্ষার জন্য তাদের প্রচেষ্টার ক্ষেত্রে কি দালালি কথাটি বলা যায়।
রাহুল গান্ধীর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কেজরিওয়াল এক ট্যুইটার বার্তায় বলেছেন, আমাদের সেনাবাহিনী নিয়ে রাহুল গান্ধী যে উক্তি করেছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা এমন একটা বিষয় যার ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। তিনি বলেন, রাহুলের মানসিকতা দেখে তার প্রতি করুণা হয়। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। এ ব্যাপারে আমি মোদির পক্ষে আছি।’
পক্ষান্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে সচেষ্ট হওয়ায় এবং বিভিন্ন শহরে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর ছবি সম্বলিত বড় বড় হোর্ডিং লাগিয়ে সাফল্য প্রচার শুরু হওয়ায় বিরোধীরা প্রশ্ন তোলা শুরু করেছেন।
আগামী বছরে উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যের নির্বাচনে বিজেপি এ নিয়ে ঢাক পেটাতে পারে এমন আলামত দেখা দেয়ায় বিরোধীরা এর তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস নেতারা পাল্টা বলা শুরু করেছেন, ‘আমাদের আমলেও বিভিন্ন সময়ে অনেকবার সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। তবে সেসময় আমরা এর সাফল্য নিয়ে ঢাক পেটাইনি।’
এর আগে কংগ্রেসের সাবেক সংসদ সদস্য সঞ্জয় নিরুপম সার্জিক্যাল স্ট্রাইককে বিজেপি সরকারের ভুয়া দাবি বলে মন্তব্য করেছেন। ‘আপ’ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই স্ট্রাইকের ভিডিও প্রকাশের দাবি করেছেন। সম্পাদনা : মাহমুদুল আলম