সিলেট প্রতিনিধি: ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল সিলেট। গতকাল শুক্রবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুকে কালোব্যাজ ধারণ করে। জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘খাদিজার উপর আক্রমণ কেনো, জবাব চাই প্রশাসন’, ‘নারী নির্যাতন যেখানে, লড়াই হবে সেখানে’ ইত্যাদি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট শিরিন আক্তার বলেন, বর্বরোচিত পাশবিক এই ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। খাদিজার উপর হামলার ঘটনাস্থল এমসি কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে খাদিজার গ্রাম সদর উপজেলার মোগলগাঁওয়ের আউশাতেও। গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারী বদরুলের কুশপুত্তলিকা দাহ করেন।
উল্লেখ্য, গত সোমবার বিকালে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষবর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। সম্পাদনা : সুমন ইসলাম