মবিনুর রহমান: গতকাল শুক্রবার নার্গিসের ভাই শাহীন আহমেদ তার বোনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীর কাছে আবেদন সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।
খাদিজার মামা আব্দুল বাসেদ শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে বলেন, আমরা এখন নামাজে যাব। ওর জন্য দোয়া চাইব। এরপর আর কিছুই বলতে পারেননি তিনি। চোখের পানিতে তার কথা থেমে গেল। শরীরে অস্ত্রোপচারের পর নার্গিসকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রাখা হয়ছে। আইসিইউর সামনে থাকা প্রতিটি মানুষ প্রার্থনা করছেন তার জন্য। অন্য রোগীর স্বজনরাও যেন হয়ে উঠেছেন নার্গিসের স্বজন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি তারা ঘাতক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শুক্রবার জুমার নামাজে নার্গিসের জন্য দোয়া করার অনুরোধ করেছেন। নৈরীতা নিশি নামে একজন লিখছেন, শুক্রবার পবিত্র জুমার দিন। বন্ধুরা আপনারা যারা নামাজ আদায় করতে মসজিদে যাবেন তাদের নিকট আমার আকুল আবেদনÑ আপনারা মন থেকে একবারের জন্য হলেও নার্গিসের জন্য দোয়া করবেন। সম্পাদনা: দেলওয়ার হোসাইন