মুমিন : ভারতের গোয়েন্দা সংস্থা রাজধানী দিল্লিসহ চারটি রাজ্যের বিমানবন্দরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার সতর্কতা দিয়েছে। এ রাজ্য চারটির ২২টি বিমানবন্দরের সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থা। খবর এনডিটিভি
দিল্লি ছাড়া অন্য রাজ্যগুলো হলোÑ জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। গোয়েন্দা সংস্থার তথ্যে এসব রাজ্যের সীমান্তেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দ্য সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো রাজ্যের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে পুলিশপ্রধানের কাছে লিখিত আবেদন করেছেন। এতে বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অথবা সংসদীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।
একইসঙ্গে রাজ্যের বেসরকারি বিমান সংস্থাগুলোকেও একই ধরনের নিরাপত্তা সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দরে আগতদের তল্লাশি, তাদের বাগ, পার্কিং এবং বিমানবন্দরের যাত্রী পরিবহনে কড়া পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে এমনিতেই ভারতে সর্বোচ্চ নিরাপত্তা জারি রয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি