পরাগ মাঝি : ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতের সব সীমান্ত কাঁটাতার দিয়ে সিল করে দেওয়া হবে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানিয়েছেন। রাজস্থানের জয়সালমারে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজনাথ বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই সীমান্তকে পুরোপুরি সুরক্ষার আওতায় আনা হবে। আমরা এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দিয়েছি। সীমান্তে প্রযুক্তিও ব্যবহার করা হবে।’ এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক পাক-ভারত উত্তেজনা ছড়িয়ে পড়ার পর রাজনাথ সিং সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে একে একে বৈঠকে মিলিত হচ্ছেন। সর্বশেষ তিনি রাজস্থানে বৈঠক করেন। রাজস্থানে পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় ১ হাজার ৪৮ কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে।
বৃহস্পতিবার এনডিটিভির এক বরাত দিয়ে জানা গেছে, ভারতের রাজস্থান, দিল্লি, পঞ্জাব, জম্মু-কাশ্মীর এবং গুজরাটের বিমানবন্দরগুলোতে জঙ্গি হামলা হতে পারে বলে দেশটির গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে। দেশটির চার রাজ্যের ২২টি বিমানবন্দরকে সতর্ককতার আওতায় আনা হয়েছে।
গোয়েন্দারা এও জানিয়েছে যে, শীত পড়ার আগেই প্রায় ১০০ জঙ্গি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র : এনডিটিভি। সম্পাদনা : সুমন ইসলাম