মাসুদ আলম: র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। দেশের মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ ব্যাপারে আমাদের কঠোর নজরদারি রয়েছে। সারাদেশে প্রায় ২৯ হাজারের বেশি পূজাম-পে র্যাবের ১৪টি ব্যাটালিয়ন ও ৫৪টি ক্যাম্প নিরাপত্তা দেবে।
গতকাল শুক্রবার বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত পূজাম-প পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক একথা বলেন।
তিনি বলেন, বুধবার দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে, এরকম আরও করবে। ওরা এখন কোণঠাসা হয়ে আছে। দেশের মানুষ সন্ত্রাসবাদ পছন্দ করে না। জঙ্গিরা এদেশে শেকড় গড়তে পারবে না।
ডিজি আরও বলেন, নিরাপত্তা রক্ষা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না। এটা সামগ্রিক। এ কাজে সবাইকে অংশগ্রহণ করতে হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় এবার শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে পূজা উদযাপিত হবে। ম-পে নিরাপত্তায় র্যাবের গোয়েন্দা সদস্য, পেট্রোল টিম, ডগ স্কোয়াড, বোমা ডিস্পোজাল ইউনিট, হেলিকপ্টার ইউনিট এবং পূজা কমিটির নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করবে। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি