• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

দেশে সংখ্যালঘু নেই, জঙ্গিরাই সংখ্যালঘু : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : October 8, 2016, 12:18 am

আপডেট সময় : October 8, 2016 at 12:18 am

63809সুজন কৈরী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো সংখ্যালঘু নেই। জঙ্গিরাই সংখ্যালঘু। তারা ইঁদুরের গর্ত থেকে হুঙ্কার দেয়। এমন হুঙ্কারে কোনো লাভ নেই। তাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজাম-পের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদারে দেশের সর্বত্র আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল প্রচেষ্টা চালাচ্ছে। যতই যড়যন্ত্র হোক না কেন কোনো সাম্প্রদায়িক কথা বলতে দেওয়া হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ এ দেশে চলবে না।

এর আগে গতকাল দুপুরের দিকে মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউয়ের সিবিসিবি সেন্টারে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও পঞ্চম কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই; এমনকি আলেম সমাজও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)