পরাগ মাঝি : নোবেল শান্তি পুরস্কারকে বলা হয় ‘নোবেল অব দ্য নোবেল প্রাইজ’। তাই নোবেল পুরস্কারের এই পুরস্কারটিকে ঘিরে বিশ্ব কৌতূহলের কোনো সীমা নেই। সব জল্পনাকে পেছনে ফেলে এবার ওসলোতে নোবেল কমিটি যার নামটি উচ্চারণ করেছে তিনি আর কেউ নন; কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস।
নিজ দেশে দীর্ঘ ৫২ বছরের অশান্তি দূর করে সম্প্রতি বিদ্রোহী ফার্ক গেরিলা গোষ্ঠীর সঙ্গে এক শান্তিচুক্তি করে তিনি নোবেল বিবেচনার কেন্দ্রে চলে আসেন। পাঁচ দশকের গৃহযুদ্ধে দেশটিতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত এবং প্রায় ৬০ লাখ লোক গৃহহীন হয়েছে।
শুক্রবার নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, পুরস্কারটি কলম্বিয়ার সেইসব মানুষকেও উৎসর্গ করা হলো যারা নিজ দেশে এক দীর্ঘ যুদ্ধ পরিক্রমায় নির্যাতিত, নিপীড়িত, এমনকি প্রাণ উৎসর্গ পর্যন্ত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর সারা বিশ্বে সারা ফেলে প্রেসিডেন্ট স্যান্তোস কম্যুনিস্টপন্থী গেরিলা সংগঠন ফার্কের নেতা রডরিগো টিমোশেঙ্কোর সঙ্গে এক শান্তিচুক্তি স্থাপন করেন। এ চুক্তি অনুযায়ী, গেরিলারা ১৮০ দিনের মধ্যে তাদের সব অস্ত্র রাষ্ট্রের কাছে জমা দেবে। এবং কলম্বিয়ার পার্লামেন্টে ফার্কদের দশটি আসন নির্ধারণ করা হবে। যদিও দেশটির জনগণ এক গণভোটে এই শান্তিচুক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। সূত্র: বিবিসি, স্কাই নিউজ। সম্পাদনা : সুমন ইসলাম