ডেস্ক রিপোর্ট : এমন অদ্ভুত শিরোনামেই ভারতীয় একটি অনলাইন পোর্টাল খবর ছেপেছে। ‘কলকাতা ২৪*৭’ সংবাদ মাধ্যমের দাবি, তাদের দেশের পশ্চিম প্রান্ত (কাশ্মীর সীমান্ত এলাকা) যখন পাক সেনা এবং জঙ্গিদের আক্রমণে উত্তপ্ত থাকবে, ঠিক সেই সময়েই কলকাতাসহ সমগ্র অসম এবং ত্রিপুরা দখলে নেবে বাংলাদেশ!
পোর্টালটি এ ব্যাপারটিকে অলীক স্বপ্ন হিসেবে উল্লেখ করে বলেছে, বাংলাদেশের এক শ্রেণির মানুষ এটা করছে। সংবাদের সূত্র হিসেবে পোর্টালটি অবশ্য বাংলাদেশি একজনের একটি ফেসবুক স্ট্যাটাসের ছবিসহ বর্ণনা দিয়েছে। তাতে লেখা আছেÑ ‘ভারত বিদ্বেষের বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও সজাগ থাকতে হবে। ভারত যখন দেশের পশ্চিম প্রান্তে পাক সেনাদের নিয়ে ব্যস্ত থাকবে সেই সুযোগে কলকাতা, অসম এবং ত্রিপুরার দখল নেবে বাংলাদেশ।’
সংবাদ মাধ্যমের দাবি, ওই ফেসবুক ব্যবহারকারী নাকি যুক্তিও দেখিয়েছেন। বলেছেন, ‘কলকাতাসহ অসম এবং ত্রিপুরা নাকি বাংলাদেশের অঙ্গ ছিল। সেই কারণে ভারতের এ অংশটা বাংলাদেশের নিজেদের দখলে নেওয়া উচিত।’
এমন চিন্তাকে আকাশ-কুসুম ও অলীক স্বপ্ন হিসেবে উল্লেখ করে সংবাদে বলা হয়, ‘বাংলাদেশ পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে তা অর্ধ শতকও হয়নি। এর আগে সমগ্র বাংলাদেশ ভারতের অংশ ছিল। সেইসব কিছুই সম্পূর্ণ ভুলে গেছে এই বাংলাদেশিরা।’ সূত্র : ইন্টারনেট। সম্পাদনা : সুমন ইসলাম