সীমান্ত : কাশ্মীরের দক্ষিণে অবস্থিত শোপিয়ান প্রদেশের একটি পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন একজন পুলিশ। আহত হয়েছেন একজন পুলিশ এবং বেসামরিক নাগরিক। কয়জন সন্ত্রাসী হামলা চালায় সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সন্ত্রাসীরা পালিয়ে গেছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ গিলানি জানান, সন্ত্রাসীরা অস্ত্র লুট করার জন্য হামলা চালিয়েছিল।