এল আর বাদল : এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মহিলা অনূর্ধ্ব-১৬ আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি। তাই গত সন্ধ্যায় তাদের ধানমন্ডির বাসভবন ছিল ফুটবলকন্যাদের পদভারে মুখরিত। অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ২৭ জন ফুটবলারকে ফুলের মালা দিয়ে বরণ করেন মতিয়া চৌধুরী। পরে ফুটবলকন্যাদের ঐতিহাসিক বিজয়কে কেক কেটে উদযাপন করা হয়। আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি ও মহিলা দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার কেক কাটায় অংশ নেন। দুই মন্ত্রী অধিনায়ককে কেক খাইয়ে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, হেড অব মার্কেটিং সাঈদ আল ফাত্তাহ, নির্বাহী সদস্য জাকির হোসেন, টেকনিক্যাল ডিরেক্টর ব্রিটিশ নাগরিক পল এসম্যালি ও এটিএন নিউজের ‘হেড অব নিউজ’ মুন্নি সাহা। সম্পাদনা : সুমন ইসলাম