নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় রাজধানীর পল্লবীতে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শহীদুল্লাহ কায়সার।
নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জেএসডির ভাইস প্রেসিডেন্ট তানিয়া রব প্রমুখ। সম্পাদনা : রিকু আমির