ডেস্ক রিপোর্ট : মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ৯৯টি আসন পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন মুসলিম দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি)। সূত্র: বিবিসি, আলজাজিরা
তাদের প্রতিপক্ষ অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি আসন। নির্বাচনে ৯০ ভাগ ভোট গণনা করা হয়েছে। পিজেডি দলের পক্ষ থেকে এ ফলাফলের পর জানান হয়, দ্বিতীয়বারের মতো জনগণের সেবা করার সুযোগ পেয়ে তারা খুশি। এবার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোগত পরিবর্তনের জন্য কাজ করবে তারা।
২০১১ সালে সাংবিধানিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত এই মরক্কোর দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে দেশটির কনজারভেটিভ পার্টি হিসেবে পরিচিত ‘ইস্তিকলাল’ ৩১টি আসন পেয়েছে।
উল্লেখ্য, পার্লামেন্টের ৩০৫টি আসনের মধ্যে ৯০টি নারী আসন হিসেবে বরাদ্দ। এ ছাড়া অবশিষ্ট আসনগুলোর মধ্যে পিজেডি জয় করেছে ৯৯টি, অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি, ‘ইস্তিকলাল’ ৩১টি এবং অবশিষ্টগুলো অন্যসব ছোট দলগুলো জয় করেছে। সম্পাদনা : পরাগ মাঝি