ডেস্ক রিপোর্ট: বিবিসির ১০০ উচ্চ আয়ের কর্মী কর ফাঁকির সঙ্গে জড়িত বলে জানিয়েছে ব্রিটিশ রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষ এইচএমআরসি। নিজেদের পরিচয় গোপন রেখে তারা ফাঁকি দিয়েছেন ১০ হাজার পাউন্ডেরও বেশি আয়কর। আয় অনুসারে তাদের ৪৫ শতাংশ কর দেওয়ার কথা থাকলেও তারা পরিশোধ করেছেন মাত্র ২ শতাংশ। খবর দ্য ডেইলি মেইলের। সূত্র : বিবিসি, দ্য সান, ডেইলিমেইল
প্রতিবেদনে বলা হয়, বিবিসি নিউজের উপস্থাপক জোনা গোজালিং এবং টিম উইকক্সকে আয়কর পরিশোধের নির্দেশ দেওয়া হলে তারা অতিরিক্ত কর এবং রাজস্বের বিরুদ্ধে আপিল করে। এই মামলা চলাকালে এইচএমআরসির তদন্তে উঠে আসে, বিবিসির মোট ১০০ জন বর্তমান ও সাবেক কর্মী পর্যাপ্ত পরিমাণ আয়কর এবং রাজস্ব পরিশোধ করেনি। নিজেদের আত্মনির্ভরশীল দাবি করে তারা এই ফাঁকি দেন।
বিবিসির মুখপাত্র জানান, ২০১৩ সাল থেকে বিবিসি সাংবাদিক এবং উপস্থাপকদের সব কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। সম্প্রতি তারা বিভিন্ন অভিযোগে ৮৫ জন উপস্থাপককে বাদ দিয়েছে। সম্পাদনা: পরাগ মাঝি