সীমান্ত: ২০১৪ সালে প্রায় পাঁচ কোটি ইয়াহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এ ঘটনাটি সতর্ক বার্তা দেয় যে, আমাদের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত। এর মধ্যে স্মার্টফোনও অন্তর্ভুক্ত। কারণ দিন দিন আমাদের সব ধরনের ডিজিটাল তথ্য ফোনে সংরক্ষণ করার অভ্যাস গড়ে তুলছি।
নিজেদের স্মার্টফোনকে ব্যক্তিগত তথ্যের দুর্গে পরিণত করতে হলে তার জন্য আমাদের শক্তিশালী একটি পাসওয়ার্ড দরকার এবং একই পাসওয়ার্ড আলাদা আলাদা সেবার জন্য ব্যবহার করা যাবে না। সৌভাগ্যক্রমে অ্যাপস্টোরগুলোয় পর্যাপ্ত অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে সবগুলো পাসওয়ার্ড স্মরণ রাখা সম্ভব।
‘ড্যাশলেন’, আইওএস এবং এন্ড্রয়েডভিত্তিক এমনই একটি সফটওয়্যার। এটি বিনামূল্যে গুগল প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা যায়। এতে আপনি প্রয়োজনীয় সব ধরনের পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সে পাসওয়ার্ডগুলো অ্যাকসেস করার জন্য আপনাকে একটি মাস্টার পাসওয়ার্ড দিতে হবে। এই মাস্টার পাসওয়ার্ডটিকে হতে হবে অত্যন্ত কঠিন।
এ ধরনের অ্যাপ্লিকেশনের ফলে আপনাকে আর ১২৩৪৫৬Ñ এ ধরনের পাসওয়ার্ড দিতে হবে না মনে রাখার ঝামেলার জন্য। এখন থেকে আপনি যেকোনো ধরনের কঠিন একাধিক পাসওয়ার্ড, একাধিক অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করতে পারবেন এবং সেগুলো মনে রাখার ঝামেলাও নেই।
এধরনের আরও একাধিক অ্যাপ্লিকেশন রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো ‘কিপার’, ‘লাস্টপাস’, ‘১পাসওয়ার্ড’ ইত্যাদি। সম্পাদনা : পরাগ মাঝি