রফিক আহমেদ : নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেছেন, ক্ষমতাসীন যৌন সন্ত্রাসীচক্রের বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার প্রতিবাদে নারী সংহতি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
নারী সংহতির সভাপতি শ্যামলী শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক অপরাজিতা দেব এবং সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক এবং গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম।
নেতৃবৃন্দ বলেন, গত ৩ অক্টোবর সোমবার শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে বদরুল আলম। গত মঙ্গলবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে খাদিজা মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকরা বলেছেন তাকে যেভাবে জখম করা হয়েছে তাতে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। ঘটনায় জড়িত ছাত্রলীগকর্মী পরিচয়কে আড়াল করার জন্য সরকারের নানান মহল বিভিন্ন ধরনের প্রচারের মধ্যে আছে। এমনকি সরকারি দলের সংসদ সদস্যরা মুমূর্ষু খাদিজার পাশে সেলফি তোলার মধ্যদিয়ে নিজেদের অমানবিক চরিত্রকে আরও প্রকট করে তুলছে। নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ পরিচয় আড়াল করে সরকার খাদিজাকে হত্যাচেষ্টার দায় এড়াতে পারে না। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম