সারোয়ার জাহান : ৫২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে, কাবাডি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার ভারতের আহমেদাবাদে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে বাংলাদেশ পূর্ণ আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে। বলা যায়, ইংল্যান্ড একরকম পাত্তাই পায়নি লাল-সবুজের দলের কাছে।
শুক্রবার শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ১১ অক্টোবর পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। গ্রুপ পর্বে পরবর্তীকালে ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া, ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ।
২১ অক্টোবর দুটি সেমিফাইনাল। আর ২২ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল। সূত্র : এনটিভি। সম্পাদনা : মাহমুদুল আলম