নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ৪ যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- সোহেল, মাসুম, শামীম ও মুরাদ।
শুক্রবার রাতে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দুর্ধর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু ও তার তিন সহযোগীর নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে আহতদের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় ইমরান হোসেন একটি লিখিত অভিযোগ করা হয়। শনিবার দুপুরে মীরুকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে পাগলা বউ বাজার এলাকার ইউছুফ বেপারীর ছেলে ইমরান হোসেনের বাসায় তার বন্ধু সোহেল, মাসুম, শামীম ও মুরাদ (২৩) বেড়াতে আসে। পরে তারা ইমরান হোসেনের বাড়ি থেকে নিজ নিজ বাড়িতে যাওয়ার পথে পাগলা রেলস্টেশনের কাছে স্থানীয় কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু লোকজন নিয়ে তাদের ৪জনকে পথরোধ করে। এসময় মীরুর নির্দেশে তার সহযোগী শাকিল, রাজিব, রাকিব সহ ২৫জন ইমরান হোসেনের ৪ বন্ধুকে মারধর করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, মীরু স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় একজন যুবলীগ নেতার ছত্রছায়ায় মীরু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ করছে। সম্পাদনা : রিকু আমির