এস.ইসলাম জয়: অভিযোগ ছিল দুদক নখদর্পনহীন বাঘ। কিন্তু কর্ম সময়ের মধ্যে সে কথা এখন অসত্যে পরিণত করেছে দুদক। প্রমাণ করে চলছে তাদের কর্ম নিষ্ঠার। এবারের সাজার পরিসংখ্যান তাই বলছে। ২০১৫ সালে জানুয়ারি হতে সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে সাজার হার ছিল ৩৭% । যা ২০১৬ তে ৪৯.৬৪% উন্নিত হয়েছে অর্থাৎ বেড়েছে ১২.৬৪%। আবার ব্যুরোর মামলায় ২০১৫ তে সাজার হার ছিল ২৫%। ২০১৬ তে অর্থাৎ এক বছর ব্যবধানে ৪৭% হয়ে সাজার হার বেড়েছ ২২% । সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম