নাশরাত আর্শিয়ানা চৌধুরী: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতিনিধিদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে তার বার্তা পাঠাবেন। সেই সঙ্গে তিনি এটাও আশ্বস্ত করবেন তিনি হিন্দুদের পাশে আছেন। আগামীতেও থাকবেন। আর বিএনপি ক্ষমতাসীন হলে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য কি কি করা হবে সেটাও তার প্রতিনিধিরা জানাবেন। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘেœ পূজা করতে পারেন সেই ব্যাপারেও সহায়তা দিবেন। এ লক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধিরা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে দেশের বিভিন্ন মন্দিরে ও পূজাম-পে যাবেন। খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র জানায়, রোববার বিকালে চেয়ারপারসনের তরফ থেকে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের কুমুদীনিতে যাচ্ছেন। সেখানে তারা বিভিন্ন পূজাম-প পরির্দশন করবেন ও খালেদা জিয়ার তরফ থেকে শুভেচ্ছা বিনিময় করবেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এছাড়াও আছেন বিএনপি নেতা বিজন কুমার, গৌতম চক্রবর্তীসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। প্রতিনিধি দলে যারা রয়েছেন এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী, তারা ওই ধর্মের মানুষের সঙ্গে পূজাতেও অংশ নিবেন।
প্রতিনিধি দলের একজন সিনিয়র নেতা বলেন, ম্যাডাম তার প্রতিনিধি হিসেবে আমাদের পাঠাচ্ছেন। এ জন্য আমরা হিন্দুদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও ম্যাাডামের বার্তা তাদের পৌঁছে দিব।
অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আমরা এখন যাচ্ছি। বিএনপির তরফ থেকে আরও অন্যান্য প্রতিনিধি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পূজাম-পে যাবেন। সেখানে ম্যাডামের বার্তা ও শুভেচ্ছা পৌঁছে দিবেন। আমাদের দলের মহাসচিবও একাধিক ম-পে যেতে পারেন। সম্পাদনা: সুমন ইসলাম