কিরণ সেখ: জঙ্গিদের জীবিত ধরলে নিজেদের দলের ‘আওয়ামী লীগ’ লোকদের পরিচয় বেরিয়ে আসতে পারেÑ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সেজন্যই ক্ষসতাসীনরা ক্রসফায়ারে তাদের হত্যা করছে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি একেএম বশির উদ্দিন।
‘নতুন আইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো ভাতা পাবেন না’- এর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সরকারের যা ইচ্ছে তাই হচ্ছে।
ক্রসফায়ারের মাধ্যমে জঙ্গিদের হত্যার সমালোচনা করে নজরুল ইসলাম আরও বলেন, বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে। তবে বিএনপি চায় দেশ থেকে সমূলে জঙ্গিবাদ নির্মূল করা হোক। কিন্তু যাকেই ধরা হয়, তাকেই ক্রসফায়ারে হত্যা করা হলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে না। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের ন্যায় জঙ্গিবাদ সমূলে নির্মূল করবে বলে প্রতিশ্রুতি দেন নজরুল ইসলাম।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের অনঢ় অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, রামপাল নিয়ে সরকার বিজ্ঞাপনের ভাষায় কথা বলছে। আর এ ধরনের প্রকল্পের মূলে রয়েছে সরকারি দলের নেতাদের দুর্নীতি।
‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা’ শীর্ষক এ সভায় তিনি বলেন, সরকার স্বাভাবিকভাবেই ক্রমাগত অন্যায় করে চলেছে। তাই তারেক রহমানের নামে মামলা হওয়া স্বাভাবিক। সম্পাদনা: রিকু আমির