এল আর বাদল : প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে আজ সিরিজে সমতা আনার লক্ষ্যে ইংল্যান্ডের মোকাবিলায় দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় খেলা শুরু হবে। প্রথম ম্যাচে ব্যাটসম্যান আর বোলারদের যেসব ত্রুটি ছিল, সেগুলোর পুনরাবৃত্তি আজ ঘটবে না বলে জানালেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা। তিনি বলেন, সব ত্রুটি শুধরে সিরিজে সমতা আনতে আমরা দৃঢ়প্রত্যয়ী। আমার দৃঢ় বিশ্বাস, দ্বিতীয় ওয়ানডে জিতে আমরা প্রতিযোগিতায় ফিরে আসবো। ওদিকে ইংলিশ অধিনায়ক জস বাটলারের কণ্ঠে চ্যালেঞ্জের সুর। তিনি চান আজই সিরিজ জয় নিশ্চিত করতে। তবে মাশরাফিদের সমীহ করতে ভোলেননি তিনি। বাংলাদেশ যে শক্তিশালী দল সেটা প্রমাণ হয়েছে আগের ম্যাচে আমাদের গড়া ৩০৯ রানের ইনিংসের কাছাকাছি পৌঁছানো। দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত লড়াই হবে বলে মনে করেন বাটলার।
দ্বিতীয় ওয়ানডের জন্য নাসির হোসেনকে দলে নেওয়া হতে পারে। অলরাউন্ডার নাসির দলে থাকলে প্রথম ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো বলে মনে করেন খেলোয়াড়দের অনেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের কারণে অনেকে অবশ্য মোশররফ হোসেন রুবেলকে দায়ী করেছেন। তাকে দিয়ে মাত্র ৩ ওভারই বোলিং করিয়েছেন মাশরাফি। কোনো উইকেট পাননি। এছাড়া ফিল্ডিং করতে গিয়ে দুটি ক্যাচও ছেড়েছেন তিনি। ওই দুটি ক্যাচ ধরতে পারলে ম্যাচের অবস্থা ভিন্ন হতোÑ এটা স্বীকার করেছেন মাশরাফিও। এ ধারণা থেকেই দ্বিতীয় ম্যাচে নাসিরকে খেলানোর সম্ভাবনা উজ্জ¦ল হয়েছে। এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রও বলছে দ্বিতীয় ম্যাচে মোশাররফ হোসেন রুবেলের মাঠে নামার সম্ভাবনা কম।
সেরা একাদশ নির্বাচন নিয়ে গতকাল বিকাল সাড়ে ৫টায় বসেছিলেন কোচ হাথুরু সিংহে, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে মতামত নাসিরের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যায়। এছাড়া প্রথম ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুল ফেটে গেছে রুবেলের। সবকিছু ইতিবাচক থাকলে আজকের ম্যাচেই আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন নাসির হোসেন। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম