নারীদের প্রতি যথেচ্ছ নোংরা মন্তব্যে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা তুমুল চাপের মুখোমুখি। দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটনের মুখোমুখি হওয়ার দুদিন আগে গত শুক্রবার দেশটির প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকা তাদের ওয়েবসাইটে ট্রাম্পের আপত্তিকর কথপোকথনসংবলিত ভিডিও টেপটি প্রকাশ করে। যদিও সেটি ২০০৫ সালে ধারণকৃত, তথাপি তা রাজনৈতিক অঙ্গনে প্রবল সমালোচনার ঝড় তুলেছে। এতে ‘এক্সেস হলিউড’-এর উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে দেখা গেছে যে, ‘যখন তুমি তারকা, তখন নারীর সঙ্গে যা খুশি তাই করতে পার’। ওই টেপটিতে ট্রাম্প একজন বিবাহিত নারীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার ব্যর্থ বাসনাসহ অপরাপর সুন্দরীদের চুমু দেওয়া ও তাদের দেহের স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করার স্বগতোক্তি করেছেন। তিন মিনিটের বেশি সেই ভিন্নমাত্রার কথোপকথনের পুরোটাই ছিল অশ্রাব্য নোংরা ভাষায় পরিপূর্ণ, যা বাংলায় তুলে ধরাও রীতিমত রুচির অযোগ্য। তবু তা অনলাইনে ওয়াশিংটন পোস্ট এবং যুক্তরাষ্ট্রের অপরাপর মিডিয়ায় ভাষার ‘সতর্কীকরণ’ দিয়ে পুরোটাই প্রকাশ করেছে। এতে ট্রাম্পের রিপাবলিকান দলীয় জাতীয় চেয়ারম্যান রেইন্স প্রিবাস তাৎক্ষণিক এক বিবৃতিতে বলেছেন, ‘কখনই কোনো নারীকে এমন ভাষায় বর্ণনা করা অনুচিত’।
এ ঘটনায় ট্রাম্প শুক্রবার মধ্যরাতেই এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি যা বলেছি তার জন্য ক্ষমাপ্রার্থী। যারা আমাকে জানেন, তারা জানেন এ কথাগুলো আমার প্রতিচ্ছবি নয়। আমি বলেছি ভুল করেছি এবং ক্ষমা চাচ্ছি’। আপাতদৃষ্টিতে ট্রাম্পের এ ক্ষমাপ্রার্থনায়ও ছিল চাতুর্য। সেখানে তিনি তার প্রতিপক্ষ হিলারিকে আক্রমণ করে বলেছেন, ‘বিল ক্লিনটনের গল্ফকোর্সে এর চেয়েও জঘন্য ভাষায় কথা বলেছেন’।
তবে ট্রাম্পের ওই ভিডিও টেপটি প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়ায় হিলারি ক্লিনটন এক টুইট বার্তায় লিখেছেন, ‘এটি লোমহর্ষক। আমরা এই লোককে প্রেসিডেন্ট হওয়ার অনুমতি দিতে পারি না’। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পল রায়ান, যার শনিবারে উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে প্রচারণায় যোগ দেওয়ার কথাছিল, তিনিও এক বিবৃতিতে ঘৃণাভরে তা বাতিল করেছেন। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসমীচীন এবং তার সরাসরি গিয়ে মহিলা, তরুণী, কিশোরী সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন দেখার পালা রোববার দ্বিতীয় বিতর্কে ট্রাম্প কিভাবে হিলারির মুখোমুখি হন, যা সিএনএনের প্রথিতযশা সাংবাদিক অ্যান্ডারসন কুপার উপস্থাপন করবেন।