ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আহতাবস্থায় আটক সেই তিন নারী জঙ্গিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার বেলা ২টার দিকে তাদের ডিবির হেফাজতে নেওয়া হয়। এরা হলেনÑ শারমিন, শায়লা ও জেবুন নাহার শিলা। এদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ওই জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আহত তিন নারী জঙ্গি কড়া প্রহরায় ঢামেক হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন ছিলেন। ওইদিন বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন একটি বাড়ির ওই আস্তানায় অভিযান শেষে এক জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। আটক করা হয় খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, তিন নারী জঙ্গিকে চিকিৎসার জন্য ঢামেকে রাখা হয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা : সুমন ইসলাম