সুজন কৈরী: গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা এ আহ্বানে সাড়া না দিয়ে পাল্টা পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়লে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে তারা নিহত হয়।
গতকাল শনিবার অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশের নেতৃত্বেই নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে তারা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়। পরে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির মরদেহ পাওয়া যায়। তিনি জানান, অভিযান শেষে তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে। পাওয়া গেছে কয়েকটি চাপাতি ও একটি গ্যাস সিলিন্ডার। গোলাগুলির সময় ১৪টি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম