নিজস্ব প্রতিবেদক: সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গতকাল রোববার মাঠে নামার আগে তার রান ছিল ৩ হাজার ৯৮৮। ১২ রান দূরে থেকে এদিন মিরপুরের ২২ গজে নামেন তিনি।
ইংল্যান্ডের আদিল রশিদের ১৭তম ওভারের শেষ বলটি এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে চার হাজারি কাবের সদস্য হন মুশফিক। চার হাজার রান করতে তাকে খেলতে হয়েছে ১৫০ ইনিংস। সাকিবের চেয়ে ১৪ এবং তামিমের চেয়ে ১৩ ইনিংস বেশি খেলে মুশফিক এই মাইলফলকে পৌঁছান। গত বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে ক্যানবেরাতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে চারহাজারি কাবের প্রথম সদস্য হন। চার হাজার রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লেগেছে ১৩৬ ইনিংস। অন্যদিকে তামিম ইকবাল সাকিবের চেয়ে এক ইনিংস বেশি খেলে এই মাইলফলকে পৌঁছান। গত ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপে নেলসনে এই কীর্তি গড়েন তামিম। ১৫৮ ম্যাচে ৩২.২২ গড়ে ৪ হাজার ৯৬২ রান করেন এই বাঁহাতি ওপেনার। যেখানে আছে ৭টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের শীর্ষ রান সংগ্রাহকও তামিম।
গতকাল তার সামনেও ৫২ রান করলেই সুযোগ ছিল পাঁচ হাজারি কাবের সদস্য হওয়ার। কিন্তু এদিন ১৪ রান করেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। সম্পাদনা: সুমন ইসলাম