ইসমাঈল হুসাইন ইমু : গাজীপুরে দুটি জঙ্গি আস্তানায় নিহত জেএমবি প্রধান আকাশসহ ৯ জঙ্গির নাম পরিচয় জানতে তাদের ডিএনএ নমুনাসহ ভিসেরা সংরণ করবে পুলিশ। সর্বশেষ জঙ্গিটি গ্রেফতার না হওয়া পর্যন্ত জঙ্গিদের আস্তানায় অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল আইজি মো. মোখলেসুর রহমান বলেন, যতণ না সর্বশেষ জঙ্গি ধরা পড়বে, ততণ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, যারা মাস্টারমাইন্ড, তারা অনেকেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত যাদের ধরতে সম হইনি, তারাও অচিরেই ধরা পড়বে।
গাজীপুর শহরের পাতারটেকের যে বাসায় আস্তানা গেড়েছিল জঙ্গিরা, বিশেষ বাহিনী সোয়াটের অভিযানের পর সেখানে পড়ে থাকা জঙ্গিনেতা আকাশসহ সাতজনের লাশের সুরতহাল শেষে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা সংগ্রহের জন্যে গাজীপুরের সিভিল সার্জনের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
অপরদিকে গাজীপুরে দুটি আস্তানায় পুলিশ ও র্যাবের অভিযানে জঙ্গি নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে জয়দেবপুর থানায়। মামলায় নিহত জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সোয়াট সদস্যকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া টাঙ্গাইলে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাইপাইলে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে ডাকাতি করে সংগ্রহ করা জেএমবির নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ জঙ্গি গ্রেফতার এবং র্যাবের অভিযানে একজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত আব্দুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। জঙ্গিদের লাশগুলো সনাক্ত না হওয়া পর্যন্ত সংরণ করা হবে জানিয়েছে পুলিশ। সম্পাদনা : রিকু আমির