এস এম নূর মোহাম্মদ : মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ২ হাজার ৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপরে আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আগামী ৩০ অক্টোবর বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আদালত। গতকাল আদালতে রাষ্ট্রপে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী। এর আগে ২০১৩ সালের ২২ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ২৩৬৭ জনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু ২০১৪ সালের ২৯ অক্টোবর মন্ত্রণালয় ওই গেজেট আবার বাতিল করে দেয়।
পরবর্তীতে গেজেট বাতিলের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে হাইকোর্টে রিট দায়ের করেন গেরিলা বাহিনীর পঙ্কজ ভট্টাচার্য। গত বছর ১৯ জানুয়ারি ওই আবেদনের প্রাথমিক শুনানি করে গেজেট বাতিলের প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। রুলের উপর চূড়ান্ত শুনানি করে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট গেজেট বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। একইসঙ্গে ২৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি