মবিনুর রহমান: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের চাপাতির আঘাতে গুরুতর আহত
কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার পরিবারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার। রোববার দুপুরে তিনি এ প্রতিবেদককে এ তথ্য জানান। তিনি জানান, বিদেশে নার্গিসকে যে চিকিৎসা দেওয়া হতো এখানেও তাই দেওয়া হয়েছে। তারপরও যদি নার্গিসের পরিবার চায় আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে, যেতে পারে। তাদের চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র দেওয়া হয়েছে। তারা সম্ভবত সেই কাগজপত্র বিদেশ পাঠিয়েছে।
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, বিদেশ পাঠানো না পাঠানো নিয়ে তাদের কিছু বলার নেই।
এ বিষয়ে খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, খাদিজাকে বিদেশ পাঠানোর চেষ্টা চলছে। কোন দেশে পাঠানো হবে। কবে পাঠানো হবে এ বিষয়ে পড়ে জানানো হবে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সাবেক একজন অধ্যাপক নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, নার্গিস যে ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে, সে ধরনের চিকিৎসা দেশে নিশ্চিত করা অনেক অনেক কঠিন। এখন সময়ক্ষেপণ করা মানে ঝুঁকি বৃদ্ধি করা। এ ঝুঁকি বৃদ্ধি না করে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা ভালো।
কথা প্রসঙ্গে পাকিস্তানের মালালা ইউসূফজাইর প্রসঙ্গ উল্লেখ করা হলে তিনি বলেন, পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই আমাদের মতো। পাকিস্তান ঝুঁকি নিয়ে মালালাকে দেশে ফেলে রাখেনি। দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসাতেই কিন্তু মালালা আজ অনেক অনেক সুস্থ। সম্পাদনা: রিকু আমির