• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

আরও একটু উন্নতি খাদিজার

প্রকাশের সময় : October 10, 2016, 12:00 am

আপডেট সময় : October 9, 2016 at 10:55 pm

মবিনুর রহমান: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আরেকটু ভালো বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যার দিকে মুঠোফোনে আমাদের অর্থনীতিকে তিনি এ তথ্য জানান। তিনি নার্গিসের শারীরিক অবস্থার বিষয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধও জানান তিনি।
নাজিম উদ্দিন জানান, গতকালের (শনিবার) চেয়ে নার্গিসের অবস্থা আজ আরও একটু ভালো। এভাবেই নার্গিস ধীরে ধীরে ভালো হয়ে উঠবেন বলে তিনি আশা করেন।
গতকাল সকালে নার্গিসের চাচা ফয়জুল ইসলাম জানান, খুব ধীরে কিন্তু উন্নতির পথেই রয়েছেন নার্গিস।
তিনি আরও বলেন, আজ সকালেও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তাদের। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, নার্গিসের উন্নতি হচ্ছে যদিও সেটি খুব ধীরে। আর আমরাও এখন আশাবাদী যে নার্গিস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
নার্গিসের ভাই শাহীন আহমেদ জানান, চিকিৎসকরা পর্যবেণের পর নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে তাদের জানিয়েছেন। এখনো কোনো অবনতি তাদের চোখে পড়েনি। সম্পাদনা: রিকু আমির

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)