মবিনুর রহমান: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আরেকটু ভালো বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যার দিকে মুঠোফোনে আমাদের অর্থনীতিকে তিনি এ তথ্য জানান। তিনি নার্গিসের শারীরিক অবস্থার বিষয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধও জানান তিনি।
নাজিম উদ্দিন জানান, গতকালের (শনিবার) চেয়ে নার্গিসের অবস্থা আজ আরও একটু ভালো। এভাবেই নার্গিস ধীরে ধীরে ভালো হয়ে উঠবেন বলে তিনি আশা করেন।
গতকাল সকালে নার্গিসের চাচা ফয়জুল ইসলাম জানান, খুব ধীরে কিন্তু উন্নতির পথেই রয়েছেন নার্গিস।
তিনি আরও বলেন, আজ সকালেও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তাদের। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, নার্গিসের উন্নতি হচ্ছে যদিও সেটি খুব ধীরে। আর আমরাও এখন আশাবাদী যে নার্গিস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
নার্গিসের ভাই শাহীন আহমেদ জানান, চিকিৎসকরা পর্যবেণের পর নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে তাদের জানিয়েছেন। এখনো কোনো অবনতি তাদের চোখে পড়েনি। সম্পাদনা: রিকু আমির