আন্তর্জাতিক ডেস্ক: জুনিয়র কক্স নুন। বয়স মাত্র দুমাস। এরই মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে তার নাম। তাও আবার সামান্য চুলের কারণে। ফুলে ফেঁপে থাকা মাথাভর্তি চুলের কারণে যুক্তরাজ্যের অনেকেই তাকে আদর করে ডাকতে শুরু করেছেন ‘বেবি বিয়ার’। সূত্র: ইউপিআই
কক্স নুনের মা চেলসিয়া জানান, তার ছেলে জন্মানোর সময়ই মাথাভর্তি চুল নিয়ে জন্মগ্রহণ করেছিল। আর এ চুলের কারণেই অল্পদিনের মধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ছেলে। জন্মানোর পর ছেলের মাথায় বেশি চুল দেখে কিছুটা অবাক হয়েছিলাম। তবে ওকে গোসল করাতে গিয়েই বুঝতে পারি ওর মাথায় আসলে অনেক বেশি চুল। কক্স নুনের মা একজন সাবেক চেয়ার ড্রেসার।
তিনি জানান, তিনি ছেলের চুল না কাটিয়ে এ চুলেই দারুণ স্টাইল করতে চান। ছেলেকে নিয়ে বাইরে বের হলেই খ্যাতির বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে আজকাল। তাকে নিয়ে কেনাকাটা করতে বের হলে সবাই তাকে আটকে চুলের প্রশংসা করতে থাকে। আগে যেখানে কেনাকাটা করতে ৪০ মিনিট লাগতো এখন সেখানে দুই ঘণ্টা লেগে যায়। সম্পাদনা : পরাগ মাঝি