আনিসুর রহমান তপন : অভিযান ছিনতাইসহ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগসম্বলিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করেছেন ডিজি র্যাব বেনজির আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের কাছে দেওয়া চিঠিতে বলা হয়- পুলিশের বিরুদ্ধে র্যাব সদস্যদের পরিচয় দেওয়ার পরও অশ্লীল ভাষায় গালাগালি, কটূক্তিপূর্ণ মন্তব্যসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। আবার কিছু কিছু ক্ষেত্রে লাঠি দিয়ে আঘাত করাসহ রাইফেলের বাট দিয়ে রক্তাক্ত করার ঘটনাও আছে। অধিকাংশ সময় র্যাব পরিচয় দেওয়ার পরও এমন ঘটনা ঘটছে। তারপরও র্যাবের সদস্যরা ধৈর্য্য, পেশাদারী মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়ে নিষ্ক্রিয় থেকে পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। ফলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এসব ঘটনায় এর আগে একাধিকবার অভিযোগ জানালেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যস্থা নেওয়া হয়নি অথবা কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কেও র্যাবকে অবহিত করা হয়নি। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বিধায় র্যাব বাহিনীর সদস্যদের মনে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে। যা তাদের মনোবল ও অভিযানিক কর্মকা-কে ব্যাঘাত করছে এবং মনে ক্ষতের সৃষ্টি করছে। ফলশ্রুতিতে পরবর্তীতে দুটি অস্ত্রবাহী বাহিনীর এরূপ ঘটনা ঘটলে তাতে বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। যা পুলিশবাহিনী তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করবে। তাই পরবর্তীতে এরূপ কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ও পরিস্থিতি এড়াতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ জানানো হয় চিঠিতে।
আইজিপি একেএম শহীদুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গতকাল মুঠোফোনে, চিঠি না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান। সম্পাদনা: আজাদ হোসেন সুমন