সুজন কৈরী: রাজধানীর তুরাগের কামারপাড়ায় সুরাইয়া নামের চার বছর বয়সী এক শিশুকে পানির ট্যাঙ্কে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মৃত শিশুর খালু সবুজকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতের দিকে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম মোতালেব মিয়া। পেশায় তিনি রিকশাচালক। শিশুটির মা পোশাক শ্রমিক। তাদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে। তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, প্রতিদিনের মতো শিশুটিকে বাসার পাশে নানি সালমা বেগমের বাসায় রেখে কর্মস্থলে যান বাবা-মা। শিশুটি তাদের বাসার সামনেই খেলা করছিল। তখন তার খালু সবুজ তাকে ডেকে নিয়ে যায়। কামারপাড়ার হানিফ আলী রোডের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় শিশুটিকে পানির ট্যাঙ্কে ফেলে ঢাকনা লাগিয়ে দেয় সবুজ। পরে বাবা-মা বাসায় ফিরে শিশুটির খোঁজ করেন। না পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ১টার দিকে ওই ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের প থেকে একটি মামলা করা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশের এ কর্মকর্তা জানান, মা-বাবার সঙ্গে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সবুজ। সম্পাদনা: উম্মুল ওয়ারা সুইটি