ফয়সাল খান: ‘মাদকের কারণে আমার সংসার ভেঙে যায় কিন্তু তিলপাপাড়ার মাদকের শেষ হয় না। আমার স্বামী মাদকাসক্ত। এলাকার কয়েকটি ফার্মেসি থেকেই মাদক সেবন করে। কিন্তু দেখার কেউ নেই।’ কথাগুলো বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২নং ওয়ার্ডের তিলপাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা নাসিমা আক্তার।
গতকাল রাজধানীর গোড়ান ঈদগাহ মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে পেয়ে নিজের অসহায়ত্ব তুলে ধরেন এবং মাদক বন্ধে মেয়রকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
নাছিমা খাতুন আরও জানান, তার স্বামীকে মাদক থেকে ফিরিয়ে আনতে ছেলেরা বাবাকে মারধর পর্যন্ত করে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সংসারে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। এসময় ওষুধ বিক্রি করার জন্য লাইসেন্স নিয়ে মাদক বিক্রির ফার্সেমির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চান তিনি। পরে মেয়র ওই সব ফার্মেসির বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দিয়ে পুলিশের কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার তাৎক্ষণিক নির্দেশ দেন। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি